Select Page

FAQ

Frequently Asked Questions

কে পি আর এর ইঞ্জিন অয়েল গ্রেড কত ?
উত্তরঃ মিনারেল 20w40 সেমি-সিনথেটিক বা ফুল সিনথেটিক ব্যাবহার করলে 10w40।
কে পি আর এর ইঞ্জিন অয়েল কতটুকু দিতে হবে?

উত্তরঃ ১৫০ সিসি ইঞ্জিন এ ১০০০ এমএল / ১লিটার।
১৬৫ সিসি (এন বি এফ ১ ইঞ্জিন) এ ১১০০ এম এল / ১.১ লিটার।
১৬৫ সিসি (এন বি এফ ২ ইঞ্জিন) এ ১২০০ এম এল / ১.২ লিটার।

বিঃদ্রঃ এন বি এফ ২ ইঞ্জিন এ প্রতিবার ইঞ্জিন অয়েল পরিবর্তন এর সময় অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে। স্টিলের অয়েল ফিল্টার হলে পরিবর্তন না করে শুধু পরিষ্কার করে লাগালেই হবে।

কে পি আর এর ইঞ্জিন অয়েল কোনটা ব্যাবহার করবো?
উত্তরঃ যে কোন ভাল ব্র্যান্ড এর অরিজিনাল ইঞ্জিন অয়েল ব্যাবহার করতে হবে, যেমনঃ পেট্রনাস, শেল, রেভনল, মটুল।
কে পি আর এর ইঞ্জিন ওয়েল কত কিঃ মিঃ পর পর পরিবর্তন করবো?
উত্তরঃ মিনারেল হলে ৮০০-১০০০ কিঃ মিঃ সেমি-সিনথেটিক হলে ১২০০-১৫০০ কিঃ মিঃ, ফুল-সিনথেটিক হলে ২০০০-২৫০০ কিঃ মিঃ পর পর পরিবর্তন করতে হবে।
কে পি আর এর চেইন স্প্রকেট সেট কোনটা লাগালে ভাল হবে?
উত্তরঃ স্টক স্প্রকেট এর সাথে গিয়ারএক্স চেইন বেস্ট (KPR150, KPT, K19)
কে পি আর এর বার বার স্টার্ট অফ হয়ে যাচ্ছে কি ভাবে ঠিক করবো?
উত্তরঃ আর পি এম ১৫০০ তে সেট করে নিলেই আর অফ হবে না, ইঞ্জিন গরম অবস্থায় আর পি এম সেট করতে হবে।
কে পি আর এর কুলেন্ট ওয়াটার কোনটা ব্যাবহার করবো?
উত্তরঃ ভাল ব্র্যান্ড এর রেডি টু ইউজ কুলেন্ট ওয়াটার ব্যাবহার করতে হবে, পানি মিশিয়ে ব্যাবহার করতে হয় এমন কুলেন্ট ওয়াটার ব্যাবহার করা যাবেনা, লাল কালারের কুলেন্ট ওয়াটার ব্যাবহার করা যাবেনা, গেট সান, রেভনল, ফ্লামিংগো, ক্যাস্ট্রল, মতুল ইউস করবেন।
কে পি আর এর কুলেন্ট ওয়াটার কতটুকু লাগবে?

উত্তরঃ কুলেন্ট ওয়াটার সামনে এবং পিছনের রিজার্ভ ট্যাঁঙ্ক সহ ৭০০ এম এল লাগে।

বিঃদ্রঃ রিজার্ভ ট্যাঁঙ্ক কিছুদিন পর পর চেক করতে হবে, রিজার্ভ ট্যাঁঙ্কে কুলেন্ট ওয়াটার কমে গেলে রিফিল করে নিতে হবে, ১০-১২ হাজার কিঃ মিঃ পর পর সব কুলেন্ট ওয়াটার ফেলে দিয়ে নতুন করে রিফিল করা ভাল।

কে পি আর এর টায়ার প্রেসার কত রাখবো?
উত্তরঃ টায়ার প্রেসার সামনে ২৮-৩০ এবং পিছনে ৩৩-৩৫ রাখা ভাল।
(CBS) সিবিএস ব্রেকিং সিস্টেম কি?

সিবিএস ব্রেকিং সিস্টেমঃ- সিবিএস হচ্ছে অত্যাধুনিক একটি ব্রেকিং সিস্টেম এর পূর্ণরূপ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। অর্থাৎ দ্বারা আমরা বুঝতে পারি যে 2 টি ব্রেক এর সমন্বয়ে বাইকের গতি নিয়ন্ত্রণ করা যায়। এই সিবিএস ব্রেকিং সিস্টেমে সামনের এবং পেছনের ব্রেকিং এক সাথে একটি রেশিও হিসেবে কাজ করে। পেছনের ব্রেক প্যাড চাপ দিলে পেছনের চাকায় ৬০ শতাংশ ব্রেকিং কার্যকর হবে এবং একই ব্রেকের সাথে সামনের চাকায় ৪০ শতাংশ ব্রেকিং কার্যকর হবে।

কে পি আর এর ফুয়েল কোনটা ব্যাবহার করবো ?

উত্তরঃ সবসময় অকটেন ব্যাবহার করতে হবে, তুলনামূলক ভালো মানের অকটেন ব্যাবহার করতে হবে, খোলা অকটেন ব্যাবহার থেকে বিরত থাকতে হবে।

কে পি আর ১৫০, ১৬৫ এর পেছনের স্প্রকেট কি একই ?
উত্তরঃ কেপিয়ার ১৫০ এবং ১৬৫ (এন বি এফ১) ইঞ্জিন এর পেছনের স্প্রকেট ৪৮ দাঁতের, (১৬৫ এন বি এফ ২) এর পেছনের স্প্রকেট ৪৯ দাঁতের এবং ২ টা তে পার্থক্য আছে, তাই এক মডেলের টা আরেকটাতে লাগানো যাবেনা।